ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনের উদ্বোধন হয়েছে বুধবার। শতবর্ষের আয়োজন উপলক্ষে পুরো ক্যাম্পাস বর্ণিল সাজে সাজানো হয়েছে। ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। দিনভর প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের পদচারণে মুখর ছিল পুরো ক্যাম্পাস। শনিবার ছিল আয়োজনের চতুর্থ ও শেষ দিন। আজ আলোচনা সভা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।