কুমিল্লার দাউদকান্দির কাজিরকোনা গ্রামের অন্ধ শিল্পী বাবুল ফকির ৩০ বছর যাবৎ গান গেয়ে সংসার চালান। বাজারে ও রাস্তার মোড়ে গান গেয়ে প্রতিদিন দুই শ থেকে চার শ টাকা আয় করেন। এ আয় দিয়ে সংসারের পাঁচ সদস্যের খরচ মেটান তিনি।

source https://www.prothomalo.com/video/bangladesh/অন্ধ-শিল্পী-বাবুল-ফকিরের-জীবনসংগ্রাম