ঢাকা-রংপুর মহাসড়কে ওঠার পর মহাস্থানগড় পেট্রোল পাম্পের কাছে পৌঁছলে যানজটে আটকা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে জাকিয়া সুলতানা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান।

source https://www.prothomalo.com/bangladesh/district/প্রার্থীর-মহড়ায়-মহাসড়কে-যানজট-ট্রাকের-সঙ্গে-ধাক্কায়-স্কুলশিক্ষক-নিহত