পুলিশের তদন্তে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এসেছে। ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, এই জালিয়াত চক্রের সঙ্গে জড়িত তিনটি রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের কিছু অফিশিয়াল, একজন সন্দেহভাজন জুয়াড়ি, দিল্লি ক্রিকেটে নির্বাচকদের সাবেক আহ্বায়ক, আইপিএল দলের ক্রিকেটার এবং বেঙ্গল অনূর্ধ্ব-১৯ দলের এক ক্রিকেটার।

source https://www.prothomalo.com/sports/cricket/ভারতের-ক্রিকেটে-জালিয়াত-চক্রের-খোঁজ-জড়িত-আইপিএলের-ক্রিকেটার