বাংলাদেশে স্টার্টআপদের (উদ্যাক্তা) সহায়তা দিতে এসবিকে টেক ভেঞ্চার্স–এসএম২ নামে এসওএসভি এবং মিয়াকির সঙ্গে সিড একসেলারেটর প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে। চলতি মাসেই এই প্রোগ্রাম শুরু হবে বলে এসবিকে টেক ভেঞ্চার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে
source https://www.prothomalo.com/education/science-tech/দেশের-স্টার্টআপদের-জন্য-এসএম২-নামে-সিড-একসেলারেটর-প্রোগ্রাম-শুরু
0 মন্তব্যসমূহ