জলবায়ুপরিবর্তন রোধে এশিয়াকে গ্রিনহাউস গ্যাসের ‘জিরো নির্গমন’ অঞ্চল হিসেবে দেখতে চান কিশিদা। এ জন্য তিনি দেশে–বিদেশে পরিচ্ছন্ন জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বাড়াতে চান। জাপানকে এ বিষয়ে এশিয়ায় নেতৃত্বের আসনে বসাতে আগ্রহ রয়েছে তাঁর।