২৩ বছর আগে ১৯৯৮ সালের ৪ নভেম্বর যাত্রা শুরু হয়েছিল প্রথম আলোর। যাত্রা শুরুর দিনটি উপলক্ষে ৪ নভেম্বর প্রথম আলো কার্যালয়ে দিনব্যাপী ছিল বিভিন্ন আয়োজন। এই শুভদিন উদ্যাপন করেন দেশের বাইরের বন্ধুরাও। সুদূর চীনে বন্ধুসভার উদ্যোগে আয়োজন করা হয় ভার্চু৵য়াল আলোচনা সভা। সভায় চীন বন্ধুসভার সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি মুমিত আল রশিদ।
source https://www.prothomalo.com/activities/চীনে-বন্ধুসভার-উদ্যোগে-প্রথম-আলোর-প্রতিষ্ঠাবার্ষিকী-উদ্যাপন
0 মন্তব্যসমূহ