ব্রাজিলিয়ান তারকা মাঠে নামলে বেশির ভাগ সময় দুটি ব্যাপার ঘটে—হয় খুব ভালো খেলছেন, নয় তো চোট পেয়ে মাঠ ছাড়েন। বিষয়টি শুধু চোট পেয়ে মাঠ ছাড়া পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হতো, তা না চোট পেয়ে মাঠের বাইরে যাওয়ার পর নেইমারের পার্টিতে মত্ত না হলে যেন চলেই না!

source https://www.prothomalo.com/sports/football/চোট-নিয়ে-চিন্তায়-পিএসজি-নেইমার-ব্যস্ত-পার্টিতে