বিনিয়োগকারীর নিজের ১০০ টাকা মূলধনের বিপরীতে ৮০ টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে ব্রোকার হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো। আগে এই হার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আট হাজার পয়েন্টে ওঠা পর্যন্ত প্রযোজ্য ছিল। সূচকের এই সীমা তুলে দেওয়া হয়েছে।

source https://www.prothomalo.com/business/মূল্যসূচক-যত-বেশিই-হোক-শেয়ার-কিনতে-আগের-মতোই-ঋণ-মিলবে