রন্টু ও ইমন অফিসের মুখোমুখি ফ্ল্যাটে থাকে, সঙ্গে থাকে রন্টুর ভাগনে রিশাদ। রন্টুর ভাগনে রিশাদকে নিয়ে সোলেমানের যত দুশ্চিন্তা। রুমার প্রতি তার আগ্রহ টের পাওয়া যায়। এই গল্প নিয়ে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘অনলাইন অফলাইন’।