আজ আর কিছুই জানতে চাই না। তবে তোমাকে জানাতে চাই, আমি তোমার কতটা শূন্যতা নিয়ে ডুবে আছি তোমার ভালোবাসার অতল সলিলে। আমার হৃদয়ের ভিটে নড়ে গেছে তোমাকে ভালোবেসে। আজ এ পর্যন্তই। ভালো থাকো।