কলেজছাত্রীর মৃত্যুর পরেই সড়কের গর্ত ভরাটে কাজ শুরু করেছে সংস্থাটি। গত শুক্রবার দুপুরের পর থেকে গর্ত ভরাট করতে থাকেন সিটি করপোরেশনের কর্মীরা। আর সড়কের এ অংশে বারবার বেহাল হওয়ার জন্য ওয়াসার পানির সংযোগ পাইপে লিকেজ (ছিদ্র) এবং রাস্তা সংস্কারকাজে নিয়োজিত ঠিকাদারের অবহেলাকে দায়ী করছেন সিটি করপোরেশনের প্রকৌশলীরা।
source https://www.prothomalo.com/bangladesh/প্রাণের-বিনিময়ে-টনক-নড়ল-কর্তৃপক্ষের
0 মন্তব্যসমূহ