প্রজাপতির মতো যদি থাকত আমার ডানা। মনের সুখে উড়ে যেতাম করত না কেউ মানা। চুপটি করে বসে যেতাম নানান ফুলের মাঝে। ডানা আমার থাকত আঁকা নানান কারুকাজে।

source https://www.prothomalo.com/writings/প্রজাপতির-রূপ-2