বিশ্ববিদ্যালয়ের ১২টি অনুষদের ডিন নির্বাচনে হলুদ এবং সাদা উভয় প্যানেল থেকে ছয়জন করে প্রার্থী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত জুবেরী ভবনে নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।

source https://www.prothomalo.com/bangladesh/district/২৫-পদের-১৮টিতে-আওয়ামীপন্থী-হলুদ-প্যানেলের-জয়