‘আব্বার কথা মায়ের মনে নেই, আর মনে থাকবেই–বা কেমন করে। মায়ের কাছে শুনেছি যখন আমার বয়স এক বছর, তখন আব্বা মারা গেছেন। আব্বা খুব আদর করতেন নাকি আমাকে, বলতেন আমার মেয়ে সবার কাছে স্মৃতি হয়ে থাকবে। স্মৃতি হুইলচেয়ারে বসে লেখাপড়া করবে, সে অনেক বড় চাকরি করবে দেখিস তোরা।
0 মন্তব্যসমূহ