২ নভেম্বর থেকে শুয়াই নিখোঁজ হলেও এর মধ্যে আবার নাটকে নতুন মোচড় হয়ে এসেছে একটা মেইল। গতকাল মেয়েদের টেনিসের সংগঠন ডব্লুটিএকে পাঠানো সেই মেইলের প্রেরকের জায়গায় লেখা আছে ২০১৩ উইম্বলডন ও ২০১৪ ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের দ্বৈতে শিরোপাজয়ী শুয়াইয়েরই নাম।
source https://www.prothomalo.com/sports/tennis/রাজনৈতিক-নেতার-বিরুদ্ধে-ধর্ষণের-অভিযোগের-পর-নিখোঁজ-চীনের-টেনিসকন্যা
0 মন্তব্যসমূহ