ভালোবাসা তুই কেমন আছিস কোথায় গেলি ছাড়ি উড়াল মনে ছুটলি কোথায় আমায় দিয়ে আড়ি। কার ঘরেতে ঠাঁই নিয়েছিস কারে দিলি ওম কার বুকেতে আঁকলি মায়া করলি আমায় গুম।

source https://www.prothomalo.com/writings/ভালোবাসা-তুই-কেমন-আছিস