সেন্ট মার্টিনের আয়তন মাত্র তিন বর্গমাইল। জনসংখ্যা প্রায় ১২ হাজার। রয়েছে দুই শতাধিক আবাসিক হোটেল। কোনোটির বৈধ অনুমোদন কিংবা পরিবেশগত ছাড়পত্র নেই। ১২ হাজার মানুষ, দুই শতাধিক আবাসিক হোটেল, সরকারি ভবনসহ ৩ হাজার বসতবাড়ির চাপ নিতে পারছে না।

source https://www.prothomalo.com/bangladesh/district/সেন্ট-মার্টিন-রক্ষায়-পর্যটক-নিয়ন্ত্রণের-দাবি