প্রকৃতিতে বইছে এখন হেমন্তেরই বাতাস দম ফেলার ফুরসত নাই চাষির হাঁসফাঁস। সবুজ ধান পেকে সবে রং ধরেছে সোনালি খুশিতে পূর্ণ হৃদয় আজ নেই কোথাও খালি।