বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এবং ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় ১৪ জন আহত হয়েছেন। বুধবার রাতে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দাড়িয়াল বাজারে এ ঘটনা ঘটে।

source https://www.prothomalo.com/bangladesh/district/বগুড়ায়-ইউপি-নির্বাচনে-আলীগ-ও-বিদ্রোহী-প্রার্থীর-১৪-সমর্থক-আহত