মাগো তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে রই তোমার চেয়ে আপন বলো এই ভুবনে কই? গর্ভে তুমি ধরে আমায় আনলে ধরা মাঝে আরাম ভুলে করো যতন সকাল কিংবা সাঁঝে।

source https://www.prothomalo.com/writings/মাগো-তোমার-ভালোবাসায়