গম্ভীর এখন সরকারি দল বিজেপি থেকে নির্বাচিত লোকসভার সদস্য। তাঁকে প্রথম হত্যার হুমকি দেওয়া হয়েছে ই-মেইলে। আজ সকালেই তাঁর পক্ষ থেকে দিল্লির রাজেন্দ্রনগর থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে সেই ই-মেইল ব্যবহারকারীর আইপি ঠিকানা খুঁজে বের করার চেষ্টা শুরু করে পুলিশ।

source https://www.prothomalo.com/sports/cricket/হত্যার-হুমকি-পেয়েই-যাচ্ছেন-গৌতম-গম্ভীর