ভারতীয় দল নিয়ে আজ মাঠে নেমে পড়লেন রাহুল দ্রাবিড়। টি–টোয়েন্টি বিশ্বকাপ শেষেই ভারতীয় দলের কোচ হিসেবে শেষ হয়েছে রবি শাস্ত্রীর অধ্যায়। বিশ্বকাপে প্রত্যাশা পূরণ হয়নি ভারতের। রাহুল কি পারবেন সেই অপূর্ণতাকে পূর্ণতা দিতে পারবেন?

source https://www.prothomalo.com/sports/cricket/রাহুল-দ্রাবিড়-চান-রোহিতকোহলিদের-চাপ-কমাতে