ধান কাটে চাষি ভাই মুখে সুর, গান সোনা রোদ গায়ে লাগে সুখ অফুরান। গামছায় ভাত নিয়ে বধূ আসে মাঠে আলে বসে খায় চাষি স্বাদে হাত চাটে।