মিঠেল রোদে মিশে আছে শর্ষে ফুলের হাসি মাঠের পরে চারিদিকে সবুজ রাশি রাশি। জলের বুকে খেলা করে দুপুরবেলায় কিরণ নীলের সাথে সবুজ গাছের চলছে মহামিলন।