ফেসবুকের টাইমলাইনজুড়েই এখন তার লেখালেখি। দীর্ঘ ছয় মাসের অন্তরালে তারা শুধু সামাজিক মাধ্যমে কথা বলে যাচ্ছে। কিন্তু আধুনিকায়নের মধ্য দিয়ে সেই পুরোনো দিনের আমেজটা তারা প্রচণ্ডভাবে মিস করে। ক্যাম্পাসের সবুজ ঘাসের চাদরে বসে আড্ডাটাকি আর যন্ত্র দিয়ে সম্ভব?
source https://www.prothomalo.com/writings/একটি-মাস্ক
0 মন্তব্যসমূহ