আমি তখন ক্লাস ফাইভে পড়ি। বাবা সাতক্ষীরা থেকে যশোরে বদলি হলেন। আমরা পুরো ফ্যামিলি যশোরে শিফট হলাম। যশোর বেজপাড়াতে আমাদের নতুন বাসা। নতুন জায়গায় এলে প্রথম প্রথম সবারই খারাপ লাগে। বন্ধুবান্ধব হতে সময় লাগে। আবার পুরোনো বন্ধুদের কথা মনে পড়ে। আমিও এর ব্যতিক্রম ছিলাম না। যশোরে আসার এক মাস পরেও মানিয়ে নিতে পারছিলাম না।

source https://www.prothomalo.com/writings/শিউলি-ফুলের-ভালোবাসা