বাংলাদেশের মতো একটা দেশে বাঁহাতি হওয়া বিরাট হ্যাপা। অনেক ঝক্কি–ঝামেলার মধ্য দিয়ে বড় হতে হয়। বেনিফিট পেতাম শুধু ক্রিকেট খেলার বেলায়। বাঁহাতি বোলার ও ব্যাটসম্যানের কদর একটু বেশিই থাকে।

source https://www.prothomalo.com/life/durporobash/ইন্টারন্যাশনাল-লেফট-হ্যান্ডারস-ডে