অক্ষয় কুমার অভিনীত ‘বেল বটম’ ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন লারা দত্ত। ইন্দিরার চরিত্রে তাঁর প্রথম ঝলক যখন বেরোয়, তখনই সেটি বেশ প্রশংসিত হয়েছিল। ওয়েবে ডিজনি প্লাস হটস্টারের হানড্রেড সিরিজ দিয়ে লারা দত্তের অভিষেক হয়।

source https://www.prothomalo.com/entertainment/bollywood/ডেটিং-অ্যাপে-নেই-ছিলামও-না