রবি আছে গান কবিতায় রংতুলির সেই খাতায় রবি আছে অমর হয়ে ইতিহাসের পাতায়। রবি আছে ছোটগল্পে গীতাঞ্জলির গানে রবির সকল অমর কাব্য দোলা জাগায় প্রাণে।