শীত এসেছে বাটে বাটে শীত এসেছে হাটে মটরলতায় শীত এসেছে ফসল ভরা মাঠে। শীত এসেছে বনবাদাড়ে ছোট পাখির বাসায় শীত এসেছে কুঁড়েঘরে উঁচু দালানকোটায়।