সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন রোহিঙ্গা শ্রমিক কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন। এ সময় শৌচাগারের ট্যাংকে আটকা পড়েন তিনজন। ট্যাংকের নিচে ময়লাযুক্ত পানিতে ডুবে ঘটনাস্থলে মারা যান সাদ্দাম ও নুরুল।
source https://www.prothomalo.com/bangladesh/district/সেপটিক-ট্যাংক-পরিষ্কার-করতে-নেমে-দুই-রোহিঙ্গার-মৃত্যু
0 মন্তব্যসমূহ