সপ্তম ওভারে কোহলি বল তুলে দেন জাদেজার হাতে। বল হাতে নিয়ে প্রথম ওভারেই দুটি উইকেট তুলে নেন জাদেজা। সেই ওভারে তিনি রান দিয়েছেন মাত্র ২টি। পরের ওভারে কোনো উইকেট না পেলেও রান দিয়েছেন মাত্র ৪টি। জাদেজাকে কোহলি আবার বল দেন ১২তম ওভারে। দ্বিতীয় বলেই তুলে নেন উইকেট। এই ওভারে দিয়েছেন মাত্র ৩ রান। এরপর আরও একটি ওভার বোলিং করে কোনো উইকেট না পেলেও ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জাদেজাই।