আগে এ ধরনের ছবিতে কাজ করা হয়নি বলে জানালেন রোশান। বললেন, ‘এ পর্যন্ত যতগুলো ছবিতে কাজ করেছি, সব কটিই হয় অ্যাকশন, না হয় রোমান্টিক অ্যাকশন। কিন্তু এই ছবিটি পুরোপুরি প্রেমের।’ ছবিতে রোশানের চরিত্রের নাম সজীব