মেসির আর্জেন্টিনা নেইমারের ব্রাজিলের বিপক্ষে নামার আগে কাল সুয়ারেজের উরুগুয়ের বিপক্ষে খেলবে। বার্সেলোনায় তিনজন বন্ধু ছিলেন, পিএসজিতে মেসি নেইমার-এমবাপ্পেদের সতীর্থ বলেই মেসিদের এই দুই ম্যাচ আরও বিশেষ নজর পাচ্ছে। তবে উরুগুয়ের বিপক্ষে বাংলাদেশ সময় কাল ভোর ৫টা ৩০ মিনিটের ম্যাচে মেসিকে আর্জেন্টিনা পাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
source https://www.prothomalo.com/sports/football/আর্জেন্টিনা-মেসিকে-কাল-উরুগুয়ের-বিপক্ষে-পাবে-তো
0 মন্তব্যসমূহ