লবনাক্ত জলের ধারায় সাঁতার কাটে আমার বেদনার্ত-মন চেয়ে দেখ তুমি নেই তবুও আমি বেঁচে আছি দিব্যি কেমন? উত্তাল সময়ের কালে রৌদ্রের টিপ পড়ে শোকার্ত স্বপ্নকমল বেলাশেষে নীড়ে ফেরে আঁখিপাতে ঝরে শুধু অশ্রুসজল।

source https://www.prothomalo.com/writings/বিরহ-ক্রন্দন