কখনো কি তোমার ইচ্ছে হয় না বর্ষার দিনে, একা আনমনে, বৃষ্টিধারার গান শুনি তুমি আমি পাশাপাশি চেনা সুখে অঝর ধারায় বৃষ্টিতে ভিজি।