স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের যে কক্ষ থেকে ১৭টি নথি চুরি হয়েছে, সেখান থেকে এর আগে একবার নথি গায়েব হয়েছিল। তখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই কক্ষের নথিপত্রের নিরাপত্তা নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট শাখা থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিখিতভাবে জানানোও হয়েছিল। কিন্তু এ বিষয়েও পদক্ষেপ নেওয়া হয়নি।

source https://www.prothomalo.com/bangladesh/নিরাপত্তার-ঘাটতির-কথা-আগে-জানানো-হলেও-ব্যবস্থা-নেওয়া-হয়নি