যেদিন তুমি স্নিগ্ধ দুটি নয়ন তুলে আমার দিকে অপলক দৃষ্টিতে চেয়েছিলে, সেদিন আমি নবসাজে প্রকৃতির রূপ দেখেছি তোমার অপরূপ ছবি এ বুকে এঁকেছি। কচি গাছে ফুটেছিল নীল অপরাজিতা ফুল, সেই ফুলের গন্ধে আমি হয়েছিলাম উতলা ব্যাকুল।

source https://www.prothomalo.com/writings/অপলক-দৃষ্টি