‘বব বিশ্বাস’ নামের নতুন একটি ছবি মুক্তি পাচ্ছে। ইতিমধ্যে বেরিয়েছে ছবির ট্রেলার। ভারতের বাংলা ছবিতে যাঁদের দেখা যায়, সে রকম বেশ কজন অভিনেতা এই ছবিতে আছেন। হিন্দি এই ছবির ট্রেলারে দেখা গেল, বব বিশ্বাস নামের লোকটা স্মৃতি হারিয়ে ফেলেছেন
source https://www.prothomalo.com/entertainment/bollywood/রক্তাক্ত-লোকটিকে-কে-না-চেনে
0 মন্তব্যসমূহ