হরভজনের সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের চারজন। আর কোনো দল থেকে এত বেশি খেলোয়াড় জায়গা পাননি হরভজনের টি-টোয়েন্টি একাদশে। হরভজনের দলে জায়গা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের চার ক্রিকেটার—ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড ও সুনীল নারাইন। চারজনই বছরজুড়ে বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলে বেড়ান।
source https://www.prothomalo.com/sports/cricket/হরভজনের-টিটোয়েন্টি-দলে-আছেন-রোহিত-নেই-কোহলি
0 মন্তব্যসমূহ