রূপালী ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হলেন মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের এই নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তাঁরা একই ব্যাংকে মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন।
source https://www.prothomalo.com/business/corporate/রূপালী-ব্যাংকের-ডিএমডি-হলেন-শওকত-আলী-খান-ও-খান-ইকবাল-হোসেন
0 মন্তব্যসমূহ