২০১৬ রিও অলিম্পিক গেমসে দক্ষিণ কোরিয়ার রিকার্ভ ইভেন্টের পুরুষ বিভাগের দলগত সোনা জিততে বড় ভূমিকা রাখেন। স্বপ্নের অলিম্পিক সোনা জয়ের আগে তুরস্কে ২০১৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে এককে জেতেন সোনা। ঢাকায় রোববার শুরু হতে যাওয়া ‘তির ২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে’ খেলার আগে বনানী আর্মি স্টেডিয়ামে এসব নিয়েই আজ কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।
source https://www.prothomalo.com/sports/other-sports/অলিম্পিকে-সোনা-জিতে-এক-লাখ-ডলার-পুরস্কার-পেয়েছিলাম
0 মন্তব্যসমূহ