১৯৩৭ সালে রূপকথার গল্প ‘স্নো হোয়াইট’ পর্দায় এনেছিল ডিজনি। সে গল্পে দেখা যায়, ‘স্নো হোয়াইট’-এর রূপে ঈর্ষান্বিত হয়ে তাকে বিষ পোরা আপেল খাইয়ে দেওয়ার চেষ্টা করে দুষ্ট রানি। এ গল্পেই পাওয়া যায় সেই বিখ্যাত সংলাপ, ‘আয়না আয়না, বল তো কে বেশি রূপবতী!’