নদীর বুকে শাপলা ফোটে শালিক ডাকে ডালে বাংলাদেশের বিজয় দেখো লাল–সবুজের লালে। সবুজ শ্যামল মতিহারি বাংলা ছবির মতো হিজলবনে পাখির গানে সুর তুলে সে কত।

source https://www.prothomalo.com/writings/সবুজের-দেশ