ফেসবুকের সমালোচনা করলেও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণের বিপক্ষে স্মিড। তিনি বলেন, ‘নিয়ম হয় খুব তাড়াতাড়ি প্রয়োগ করা হয় বা খুব দেরিতে প্রয়োগ করা হয়। এর বদলে আমি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর যথাযথ সংযম চাইব।’

source https://www.prothomalo.com/world/ফেসবুকের-আচরণে-উদ্বেগ-গুগলের-সাবেক-সিইওর