শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, একটি চক্র সিন্ডিকেট করে লবণের কৃত্রিম সংকট সৃষ্টি করে। হুট করে বাড়িয়ে দেয় দাম। তাই লবণের দাম নির্ধারণ করে দেওয়া হবে। মাঠপর্যায়ে গিয়ে প্রকৃত তথ্য সংগ্রহ করা হবে। সবার মতামত নিয়ে জাতীয় লবণ নীতিমালা করা হবে।
source https://www.prothomalo.com/bangladesh/district/লবণ-আমদানি-হলে-কক্সবাজারে-উৎপাদনে-নামবেন-না-চাষিরা
0 মন্তব্যসমূহ