বেনজেমার দোষী প্রমাণিত হওয়ার সম্ভাবনাও বেশ জোরালো। কিন্তু শাস্তি পেলেও ফ্রান্স জাতীয় দলে খেলা নিয়ে খুব বেশি ভাবনায় থাকতে হবে না বেনজেমাকে। ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লো গ্রায়েতই বলে দিয়েছেন, রায়ে শাস্তি পেলেও রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকারের জাতীয় দলে খেলা নিয়ে তাঁর দিক থেকে আপত্তি থাকবে না।

source https://www.prothomalo.com/sports/cricket/আপত্তিকর-ভিডিও-ফাঁসের-মামলায়-শাস্তি-পেলেও-বেনজেমাকে-বাদ-দেবে-না-ফ্রান্স