ইটটানা শ্রমিকই এখন টানছেন এসি মিলানকে
ক্যারিয়ারে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে নেমেছেন গতকাল রাতে। মিলানের হয়ে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেছেন বদলি হিসেবে, ৬৫ মিনিটে। ম্যাচে তখন গোলশূন্য সমতা। ২২ মিনিট পর দুই পার্থক্য গড়েছেন মেসিয়াস। ৮৭ মিনিটে অসাধারণ এক হেডে মিলানকে এগিয়ে দেন তিনি।
0 মন্তব্যসমূহ