‘ভালোর সাথে আলোর পথে’, একটি মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে প্রথম আলো বন্ধুসভা। তরুণ প্রজন্ম একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানবসম্পদ। তাদের চিন্তাধারা, রুচি, মূল্যবোধ ও বেড়ে ওঠার পরিবেশের ওপর নির্ভর করছে আগামীর দেশ কতটা সমৃদ্ধ হবে। আর এ তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে তাঁদের সম্পৃক্ত করে একটি মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গড়ে তোলার মঞ্চ বন্ধুসভা। এর অংশ হিসেবে সারা দেশে বন্ধুসভা তার কার্যক্রম পরিচালনা করে আসছে।
source https://www.prothomalo.com/activities/মানবিক-মূল্যবোধসম্পন্ন-মানুষ-গড়ার-মঞ্চ
0 মন্তব্যসমূহ